মশ্বিমনগর দাখিল মাদ্রাসার উদ্যোগে ১৪৮ শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রান বিতরণ প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ | আপডেট: ৪:২৬:অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ করোনা ভাইরাস আতঙ্কে দিন কাঁটছে সকলের। দেশ লকডাউনের কারনে কর্মজীবি মানুষ পারছেনা কর্ম খোজার তাগিদে ঘর থেকে বের হতে। এ জাতীয় পরিবারসহ গরীব ও অসহায় পরিবারের মাঝে রয়েছে অনেক শিক্ষার্থীরা। শিক্ষা জাতির মেরুদন্ড, তাই শিক্ষাকে সোজা করে রাখতে হলে শিক্ষার্থীদের বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহরিয়ার খান কাবিল। যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের মহাতী উদ্যোগে সভাপতির সার্বিক সহয়তায় মাদ্রাসা ফান্ডের অর্থ দিয়ে ছাত্র/ছাত্রীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মাদ্রাসা মাঠে অভিভাবকরা সামাজিক দূরাত্ব বজায় রেখে আ,লীগের অন্যতম নেতা ও বিশিষ্ঠ সমাজ সেবক সভাপতি শাহরিয়ার খান কাবিলের কাছ থেকে খাদ্য সামগ্রী গ্রহন করেন। প্রতিটি পরিবারের জন্য ২ কেজি আটা, ১কেজি সুজি, ১ কেজি লাল চিনি, ১ কেজি ছোলার ডাল, ৫শ গ্রাম মুড়ির প্যাকেট করে ১৪৮ পরিবারকে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সুপার মাও: নজরুল ইসলাম সহ সকল শিক্ষক/কর্মচারী বৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ। ত্রাণ বিতরণ সংবাদটি ৩০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য