মণিরামপুরে মন্দির ভবনের কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ | আপডেট: ৮:৫২:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১
মণিরামপুরের খেদাপাড়ার বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের ২য় তলা ভবনের কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়ার বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের ২য় তলা ভবনের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বৈদ্যনাথ ধাম মন্দিরের সভাপতি সুব্রত চক্রবর্তী’র সভাপতিত্বে ও ক্যাশিয়ার, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তারক দেবনাথ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান ভোলা, প্রভাষক মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শামসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মোমিন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল আলিম জিন্নাহ্, ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুল হক, জহুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অশোক কুমার মল্লিক, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের সাবেক সভাপতি সাধন নন্দী, সাধারণ সম্পাদক সুব্রত পাল, খেদাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন, খেদাপাড়া ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি সরদার ইকবল হোসেন, খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ গাজী, খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাদিউজ্জামান ফায়সাল সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। প্রতিবেদক। মণিরামপুর, যশোর