মণিরামপুরে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে কার্ড বিতরণ প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ | আপডেট: ৩:৫৫:অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে কার্ড সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া এই উপহার ৩৫৫জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী পরিবারের মাঝে কার্ড বিতরণের শুভ উদ্বোধন করলেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মনিরুজ্জামান মনি। এসময় কার্ড বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সমম্পাদক অজিত ঘোষ, ইউনিয়ন আওয়ালীগের সভাপতি শাহিনুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য কালাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামীলীগনেতা আব্দুল মালেক, ত্র্যাডঃ হাবিবুর রহমান, ইউপি সদস্য ফারুখ হোসেন, আব্দুর রশিদ, আব্দুল হালিম, ইউনুস আলী, বাবর আলী, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম বুলু, মুজিবর রহমান, জিনিয়া সুলতানা, রওশনারা বেগম, রোমেনা খাতুন, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগনেতা হুসাইনুর রহমান, রুবেল হোসেন, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের আনোয়ার হোসেন সহ গ্রাম পুলিশ বৃন্দ। বিতরণকালে ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন- প্রধানমন্ত্রীর উপহার আমি সততা ও নিষ্ঠার সাথে অতি দারিদ্রদের মাঝে বিতরণ করছি। এ ইউনিয়নের মানুষ না খেয়ে থাকবেন না। তিনি আরো বলেন- করোনা ভাইরাস একটি প্রাণঘাতি রোগ। এ রোগের বিস্তার রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরী। করোনা ভাইরাস মোকাবেলায় সর্বস্তরের জন-সাধারণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংবাদটি পড়া হয়েছে ৬৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য