মণিরামপুরে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ | আপডেট: ৪:১০:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ মণিরামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী মো. ইউনুছ আলী জুয়েল “দৈনিক কপোতাক্ষ অনলাইন সহ বিভিন্ন মিডিয়ায় মণিরামপুর উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে কামড়া কামড়ি। আহবায়ক প্রার্থী বিবাহিত” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে ঐ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে উল্লেখ্য দীর্ঘ আট বছর পর যশোরের মনিরামপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি বাতিল করে আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। আর এই কমিটি গঠনকে কেন্দ্র করে মনিরামপুরে ছাত্রদলের ভেতর চলছে প্রচন্ড লবিং-গ্রুপিং। বিএনপির বিবদমান ইকবাল-মুছা গ্রপিংয়ের ধারাবাহিকতা ছাত্রদলের ভেতরেও বিরাজ করছে কামড়াকামড়ি। থানা, পৌর ও কলেজ শাখার কমিটিতে স্থান পেতে ইকবাল-মূছা পন্থিরা দু’ধারায় বিভক্ত হয়ে পড়েছে। আরো উল্লেখ্য জাতীয়তাবাদী ছাত্রদলের মনিরামপুর থানা, পৌর এবং কলেজ শাখার কমিটি গঠন করা হয় ২০১২ সালে সম্মেলনের মাধ্যমে। সম্মেলনে থানা শাখার সভাপতি নির্বাচিত হন মোতাহারুল ইসলাম রিয়াদ, সাধারন সম্পাদক নবিরুজ্জামান আজাদ এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। পৌর শাখার সভাপতি হন মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত একে আজাদ। অন্যদিকে কলেজ শাখার সভাপতি নির্বাচিত হন মহিবুবুল আলম মামুন, সাধারন সম্পাদক ইমরান নাজির এবং সংগঠনিক সম্পাদক খালেদুর রহমান টিটো। এসকল কমিটির মেয়াদ দুই বছর অতিবাহিত হলেও নতুন করে আর কমিটি গঠন করা হয়নি। ওই কমিটি সেই থেকে তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছে। ইতিমধ্যে খুলনা বিভাগীয় ছাত্রদলের কমিটি গঠনের জন্য কেন্দ্রীয়ভাব তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। খুলনা বিভাগীয় এ কমিটির প্রধান করা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান সজিবকে। অন্য সদস্যরা হলেন যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব মিয়া এবং সহসাধারন সম্পাদক সুলতানা জেসমিন জুই। সম্প্রতি ঐ কমিটি গ্রহনযোগ্য ব্যক্তিকে কমিটির নেতৃত্বে আনতে এবং নিরপেক্ষভাবে এ কমিটি গঠন করার নির্দেশনা মোতাবেক জেলা কমিটি থানা, পৌর এবং কলেজ শাখার পদের জন্য ফরম বিতরন করেছে। সেই থেকে মনিরামপুর বিএনপির বিবদমান দুই গ্রুপের( থানা বিএনপির বর্তমান সভাপতি শহীদ ইকবাল হোসেন এবং সাবেক সভাপতি মোহাম্মদ মুছা) গ্রুপিংয়ের রেশ এসে পড়েছে ছাত্রদলের মধ্যে। যার কারনে মণিরামপুরে ছাত্রদলের এই তিনটি ইউনিটের আহবায়ক ও সদস্য সচিব কমিটি গঠন করা নিয়ে দুগ্রুপের মধ্যে টান পোড়ান শুরু হয়েছে। দেখা গেছে ইতিমধ্যে ইকবাল পন্থির থানা ছাত্রদলের আহবায়ক প্রার্থী ওলিয়ার রহমান, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার আহবায়ক প্রার্থী কামরুজ্জামান, সদস্য সচিব এনামুল হক এবং কলেজ শাখার আহবায়ক প্রার্থী ইনামুল হোসেন, সাধারন সম্পাদক ফিরোজ হোসেন ফরম জমা দিয়েছে। অপরদিকে মুছা পন্থির থানা আহবায়ক প্রার্থী ইউনুছ আলী জুয়েল, সদস্য সচিব ইব্রাহিম হোসেন, পৌর আহবায়ক প্রার্থী মিকাইল হোসেন, সাধারন সম্পাদক মুস্তকিম সাকিব, কলেজ শাখার আহবায়ক প্রার্থী মুস্তাফিজুর রহমান মিঠু, সদস্য সচিব রকিব হাসান ফরম জমা দিয়েছেন। কিন্তু ইকবলপন্থির কমিটিকে বহাল করার জন্য কিছু হাতে গোনা ছাত্র তাদের স্বার্থ হাচিলের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা মুছা (থানা বিএনপির সাবেক সভাপতি) পন্থি হিসেবে পরিচিত থানা ছাত্রদলের আহবায়ক প্রার্থী ইউনুুছ আলী জুয়েলের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকা এবং কাল্পনিক বিয়ের নাটক সাজিয়ে তাকে সমাজে হেয় পতিপন্ন করা সহ মণিরামপুরে ছাত্র সমাজের কাছে অতি প্রিয় ব্যক্তি আহবায়ক প্রার্থীর নামে দূর্নাম করে মুছা পন্থির কমিটির আহবায়ক বাতিল করার জন্য বিভাগীয় কমিটির নিকট যে অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভুয়া ও বানোয়াট। আমি ঐ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মণিরামপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী মো. ইউনুছ আলী জুয়েল পিতা- মো. আব্দুল হাই মোড়ল, চালুয়াহাটি, মণিরামপুর, যশোর। সংবাদটি পড়া হয়েছে ১২৮৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য