ভূমি দস্যুদের হাত থেকে সরকারি খাসজমি উদ্ধার করলেন তালার এসিল্যান্ড প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ | আপডেট: ১০:২৫:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: সম্প্রতি করোনার মহামারী নিয়ে সবাই যখন ব্যস্ত, প্রশাসন যখন দিন-রাত ছুটে বেড়াচ্ছে, তখন একদল লোকের কাজ সরকারি খাস জমি দখল করা। নদী দখল করা। তারই পরিপেক্ষিতে বৃহস্পতিবার(৯এপ্রিল) তালার দলুয়া নদীর উপর সিমেন্ট পিলার দিয়ে ঘর করার সময় বাধা দেওয়া ও কঠোরভাবে হুঁশিয়ার করেন তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। এ সময় তিনি সকলকে সাবধান করে বলেন, যদি সে পুনরায় নদী দখল করে ঘর তোলে বা সরকারি খাসজমি দখল করার অপচেষ্টা করে তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ দয়া করে কারো এই অন্যায় কাজে সহযোগিতা করবেন না। তাহলে প্রশাসন আইন প্রয়োগ করতে বাধ্য থাকবে। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক খাসজমি উদ্ধার করলেন তালার এসিল্যান্ডতালায় খাস জমি দখল সংবাদটি পড়া হয়েছে ৩৩৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা