বিএসএফ নারী সদস্যর অস্ত্র খোয়া যাওয়ার ঘটনায় বিজিবির সহযোগিতা চেয়েছে বিএসএফ প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১০, ২০২২ | আপডেট: ৪:৪৬:অপরাহ্ণ, মে ১০, ২০২২ প্রতিকী ছবি ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন নারী সদস্য ঘুমান্ত অবস্থায় তার ব্যবহারিত একটি অস্ত্র হারিয়ে ফেলেছে। এঘটনায় অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সিমান্তের বিজিবির সহযোগিতা চেয়েছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার (১০ মে) ভোররাতে এ ঘটনা ঘটে সাতক্ষীরার ভোমরা ওপারে ও ভারতের ঘোজাডাঙ্গার সীমান্ত এলাকায়। মঙ্গলবার (১০ মে) বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। ৩৩ বিজিবির অধিনায়ক জানান, বিএসএফ দাবি করেছে তাদের একটি অস্ত্র হারিয়ে গেছে। এ ধরনের একটা তথ্য আমাদের দিয়েছে। বর্তমানে বিএসএফ ওদের বর্ডারে অপারেশন চালাচ্ছে। আমাদের এখানেও অপারেশন চালানোর অনুরোধ করেছে। কিছু লোক বাংলাদেশ থেকে সেখানে গিয়েছে, এমন তথ্য তাদের কাছে থাকতে পারে। তবে আমাদের সেটি দেয়নি। তিনি আরও জানান, আমাদের সীমান্ত এলাকায় অস্ত্রটি তল্লাশি করে দেখছি। ওপার থেকে ছিনিয়ে নিয়ে আমাদের বাংলাদেশের মধ্যেও চলে আসতে পারে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৪৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক