পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে ১০দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ | আপডেট: ১১:২০:অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে ১০দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা সহকারি পুলিশ সুপার(তালা সার্কেল) হুমায়ন কবীর। সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে মহান বিজয় দিবস- ২০২০ উপলক্ষ্যে দুই দিন ব্যাপি ১০ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাটকেলঘাটা থানা চত্বরে উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগীতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সহকারি পুলিশ সুপার(তালা সার্কেল) হুমায়ন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদি রাসেল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) জেল্লাল হোসেন, এসআই নিমাই মন্ডল, জয় বালা, প্রদ্যুৎ গোলাদার সহ তালা ও পাটকেলঘাটা থানা পুলিশের সদস্যবৃন্দ। ব্যাডমিন্টন প্রতিযোগিতা সংবাদটি ৭৯৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু