পাটকেলঘাটা ডিগ্রী কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ | আপডেট: ৫:৩৩:অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন হয়েছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ ক্লাবটির শুভ উদ্বোধন করেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে কলেজের ৩০১ নম্বর কক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফকির আহমেদ শাহের সভাপতিত্বে ও কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক নাজমুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাটকেলঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মুর্শেদ, কলেজের অধ্যাপক আব্দুল গফফার, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপক রহিমা খাতুন, থানার পিএসআই জাহিদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে কলেজের ২০২ নম্বর কক্ষে প্রায় দেড় ঘন্টা ইংলিশে প্রাঞ্জল কনভারসেশনে অংশ গ্রহণ করেন, ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ, অধ্যাপক নাজমুল হক সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু