পাটকেলঘাটায় সাপের কামড়ে এক গৃহবধুর মৃৃত্যু প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ | আপডেট: ৫:৩৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালীতে সাপের কামড়ে আলেয়া বেগম( ৫০) এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঐ গৃহবধু খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের ফজর আলী শেখের স্ত্রী ও ইউনিয়ন কৃষি কর্মকর্তা সালাম শেখের মা। ব্যাক্তিগত জীবনে তিনি ৫ সন্তানের জননী ছিলেন। জানা য়ায়, মঙ্গলবার(৮সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বসতবাড়ির রান্না ঘরের পিছনে কচু তোলার জন্য গেলে একটি বিশাক্ত সাপ তাকে কামড় দেয়। পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তার অকাল মৃত্যুতে গোটা পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি ১০৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত