পাটকেলঘাটায় প্রতিবন্ধী স্কুলের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ | আপডেট: ৭:২১:অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সেনেরগাঁতী মুক্তিযোদ্ধা পারাবত বিশেষ(প্রতিবন্ধী) স্কুলে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগিতায় সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় দীপ্ত সংস্থার পক্ষ থেকে স্কুলের শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল উন্নতমানের সোলার লাইট(সূর্য বাতি), পেনসিল, ইরেজার, সার্পনার, রং পেনসিল, হাত ব্যাগ ও ড্রয়িং খাতা। এ উপলক্ষ্যে স্কুলের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, প্রভাষক কল্যাণ কুমার ঘোষ। দীপ্ত সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, নির্বাহী পরিচালক কৃষিবিদ উত্তম কুমার মজুমদার। সঞ্চালক ছিলেন, দীপ্ত সংস্থার হিসাব রক্ষক শিল্পী রাণী পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইক্তিয়ার হোসেন, স্কুলের সকল শিক্ষক এবং উপকরণ গ্রহনকারী স্কুল ছাত্র ও তাদের অভিবাবকবৃন্দ। সংবাদটি পড়া হয়েছে ৪৫৯ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু