পাটকেলঘাটায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরাদেহ উদ্ধার প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২ | আপডেট: ২:০৫:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২ সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির(৪০) মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকালে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কপোতাক্ষ নদের তীর থেকে মরাদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, সকালে কুমিরা গ্রামে নদের পাড়ে গরুর ঘাস আনতে গিয়ে কিছু লোক অর্ধগলিত মরাদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় । পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) বাবলুর রহমান খান জানান, মরাদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা(নং-৫) হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি। কিশোর কুমার/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৩৯০ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু