পাটকেলঘাটায় এক শিক্ষকের মটরসাইকেল চুরি প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২০ | আপডেট: ৮:৪৬:অপরাহ্ণ, মে ৩১, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় দিনদুপুরে এক স্কুল শিক্ষকের মটরসাইকেল চুরি হয়েছে। রবিবার(৩১ মে) বেলা ১টার সময় পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান মল্লিকের ব্যবহৃত ডিসকভার একশ সিসি মটর সাইকেলটি স্কুল গেটের সামনে রেখে ভিতরে কাজ করছিলেন। এ সময় সুযোগ বুঝে চোরেরা গাড়িটি নিয় যায়। যার নং-সাতক্ষীরা হ-১৩-৬৩৮৫। বিষয়টি পাটকেলঘাটা থানাকে অবহিত করা হয়। এ রিপোট লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার হয়নি। মটরসাইকেল চুরি সংবাদটি ৪৬১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত