পাটকেলঘাটায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের আত্মহত্যা প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় আব্দুর রশিদ মোড়ল(৭০) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ আত্মহত্যা করেছে। সে থানার বড়বিলা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ২কন্যা সন্তানের জনক ছিলেন। নিহতের চাচাতো ভাই ইবরাহিম মোড়ল জানান, আবুল হোসেন তিন বছর আগে ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে । আজ বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার টার দিকে তার নিজ ঘরের বারান্দায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। অপর দিকে এ ঘটনার প্রত্যক্ষদর্শী (নাম প্রকাশে অনিচ্ছুক) এক ব্যক্তি জানান, আজ দুপুরে আমি ২টার দিকে পুকুরে গোসলের উদ্দেশ্যে যেতে গিয়ে দেখি আব্দুর রশিদ মোড়ল গলায় ওড়না পেচিয়ে বারান্দায় বসে আছে। আমি তার কাছে গিয়ে গায়ে হাত দিলে আমার উপর সে ঢলে পড়ে। সাথে সাথে বিষয়টি আমি পরিবারের সকলকে জানাই। তারা এই ঘটনার পর পুুুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যা সংবাদটি পড়া হয়েছে ৬২৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু