পাটকেলঘাটার তৈলকূপী জামে মসজিদে চুরি সংঘটিত: থানায় অভিযোগ

ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তৈলকূপী নতুন বাজার জামে মসজিদে শনিবার(২১ ডিসেম্বর) রাত্রে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা দুটি মোবাইল ফোন ও নগদ ৬হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে মসজিদের সভাপতি মোঃ নাঈম উদ্দীন সরদার বাদী হয়ে অত্র এলাকার কয়েকজনকে সন্দেহমূলকভাবে নাম দিয়ে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, ঢাকা থেকে আগত তাবলীগ জামাতের লোকজন মসজিদে থাকায় চোরেরা তাদের ঘুমানোর সুযোগে রাত্র আনুমানিক ১১টা থেকে ২টার মধ্যে তাদের অজান্তে দুটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে পার্শ্ববর্তী তৈলকূপী নতুন বাজারের সিরাজুল ইসলাম খোকার দোকান থেকে একটি টিভি মনিটরও চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ বিষয়ে তৈলকূপী ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হামিদের কাছে জানতে চাইলে তিনি জানান, অত্র এলাকার কিছু মাদকসেবীরা এহেন কর্মকান্ড করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুন্দরবনটাইমস.কম/ডেক্স