পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩ | আপডেট: ১০:০৩:অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৩ সাতক্ষীরার পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে শেখ আব্দুল কুদ্দুস(৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার(২৪ জুলাই) বিকালে বাড়ির পাশে একটি গাছে নারকেল গাছ থেকে পড়ে মৃত্যু হয় তার। নিহত ওই ব্যবসায়ী চৌগাছা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন বলে জানা গেছে । স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে একটি নারকেল গাছে নারকেল পাড়তে ওঠেন আব্দুল কুদ্দুস। ওই সময় অসাবধানতায় তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথিমথ্যে মৃত্যু হয় তার। মাগরিব নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। কিশোর কুমার/ডেক্স সংবাদটি ৪৯০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান শান্তিপূর্ণভাবে বসবাসে ভালো লোকের শাসন প্রয়োজন