পাইকগাছার ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের অর্থ প্রদান প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯ | আপডেট: ১০:২৭:পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছার ৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ৩ লাখ ৫৬ হাজার ৭শ টাকা প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘ পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে এ অর্থ প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জি,এম,এম, আজহারুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, আজহার আলী, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, রহিমা আক্তার শম্পা, নারায়ন চন্দ্র শিকারী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ ও শিক্ষক উজ্জ্বল বিশ্বাস। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা দূর্নীতি দমন কমিশনদূর্নীতি দমন কমিশনের অর্থ প্রদান সংবাদটি ৩১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ