পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২ | আপডেট: ৬:০৩:অপরাহ্ণ, জুন ২৫, ২০২২ পদ্মা সেতু উদ্বোধনের আগমুহূর্তে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকালে সদর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালী টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম বার), সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন এতে অংশ নেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের আয়োজনে বড় পদ্মার মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের মূল পর্ব জনসাধারণকে দেখানো হয়। এসজি/ডেক্স পদ্মা সেতু সংবাদটি ২৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন