তালায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে পাটকেলঘাটা জয়ী

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯ | আপডেট: ৮:১৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

ডেক্স রিপোর্ট:
তালার মুড়াগাছা ফুটবল মাঠে মরহুম ডাক্তার আবু সাঈদ গোলদার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা ৪ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

খেলায় পাটকেলঘাটা ক্লাব ৪-১ গোলে লক্ষীখোলা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়। বিজয়ী দলের মাসুদ ২টি, মাফুজ বাবু ১টি ও শিপন ১টি গোল করেন।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু।

রেফ্রীর দায়িত্ব পালন করেন বরুণ, পশুপতি ও রাজু । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সজিবুদৌল্ল॥ ধারাভাষ্যে ছিলেন শিক্ষক অলিউর রহমান।

 

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক