তালায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ | আপডেট: ৯:৫২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

এম,এ,মান্নান, তালা(সাতক্ষীরা):
কৃষিই সমৃদ্ধি- প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার দিনব্যপী তালা উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন হয়। স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে মেলার উদ্বোধন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কৃষি মেলা উপলক্ষে এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ-এমপি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ী ও উজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা পীযুষ কান্তি পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. আব্দুল্লাহ-আল-মামুন।
আলোচনা সভা শেষে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কৃষি ভিত্তিক ১৫ ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। রাতে মেলা মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক