তালায় সীমানা পিলার পিন শনাক্তকারী যন্ত্রসহ আটক-৫ প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯ | আপডেট: ১০:৪৪:অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৯ নিজস্ব প্রতিনিধি, তালা: সাতক্ষীরা তালায় সীমানা পিলার (পিন) শনাক্তকারী যন্ত্র লং রেঞ্জ মেটাল ডিটেক্টর সহ সীমানা পিলার পাচারকারী সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ । বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার জেঠুয়া-পাটকেলঘাটা সড়কের জেঠুয়া ঈদগাহ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তালা থানা পুলিশ জানায়, পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে বুধবার দিবাগত রাতে উপজেলার জেঠুয়া-পাটকেলঘাটা সড়কের জেঠুয়া ঈদগাহ নামক স্থানে দাঁড়িয়ে থাকাবস্থায় উপজেলার চাঁদকাটি গ্রামের আঃ জব্বার গাজীর ছেলে শাহিন আলম(৩২), নারায়নপুর গ্রামের রফিকুল মোড়লের ছেলে মনিরুল ইসরাম (২৬),লালচন্দ্রপুর গ্রামের আঃ মজিদের ছেলে লিটন ইসলাম (৩২),নেহালপুর গ্রামের রেজয়ান হোসেন শেখের ছেলে ফারুখ হোসেন (২২) ও সাতক্ষীরার সুলতানপুর এলাকার ছাত্তার শেখের ছেলে আলমগীর হোসেন (শুভ) (৩৮)কে আটক করা হয়। এসময় তাদের তল্লাশী করে পিন শনাক্তকারী যন্ত্র লং রেঞ্জ মেটাল ডিটেক্ট উদ্ধার করা হয়। এঘটনায় বুধবার তালা থানায় একটি মামলা হয়েছে, যার নং ৬। তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা সীমানা পিলার পিন সংবাদটি ৩৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব