তালায় বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ সাতক্ষীরার তালায় সাহেব আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মোফাজেল শেখের ছেলে। জানাযায়, দীর্ঘদিন ধরে তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন, রবিবার সন্ধ্যায় বিষপান করলে তাকে তালা হাসপাতালে নিয়ে আসলে রাত ১১দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পারিবারের পক্ষ থেকে দাবী করা হয় রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংবাদটি পড়া হয়েছে ৪৯৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা