তালায় বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ | আপডেট: ৯:১৪:অপরাহ্ণ, জুন ১৯, ২০২০ সাতক্ষীরার তালায় বিদ্যুৎ স্পৃষ্টে ছায়া দেবী(৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মাগুরা ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের জগদীশ মণ্ডলের স্ত্রী। শুক্রবার (১৯ জুন) বিকালে নিজ বাড়িতে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার করুণ মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মইনুল ইসলাম জানান, ছায়া দেবী হত দরিদ্র ও দুস্থ পরিবারের মানুষ। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু সংবাদটি পড়া হয়েছে ৬৬৪ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা তালায় আন্তর্জাতিক নারী দিবসে ৩ ব্যক্তিকে সম্মাননা