ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ | আপডেট: ৯:৪৫:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২ ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সেনপাড়া গ্রামের একটি বিলে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের নাজমুল মোড়ল ও এনামুল মোড়ল বিকেলে বাড়ির পার্শ্ববর্তি বিলে ক্ষেতে কাজ করতে যায়। এ সময় আকষ্মিক বজ্রপাতে ক্ষেতে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত ১০ টা হয়ে গেলেও দুই ভাই বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বিলে যায়। সেখানে তাদের মৃত অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু