ডুমুরিয়ায় চুলে দেয়া কালি খেয়ে দু’বছরের শিশুর মৃত্যু প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২২ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, জুন ৮, ২০২২ প্রতীকি ছবি ডুমুরিয়ার খড়িবুনিয়া গ্রামে চুলে দেয়া কালার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের খড়িবুনিয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রাজু আহমেদ (২)। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় খেলতে খেলতে বাড়ী থাকা চুলে দেয়া কালি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে ভর্তি করে। এখানে তার অবস্থা অবনতি হলে খুমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৮টার দিকে শিশুটি মারা যান। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। এরির্পোট লেখা পর্যন্ত শিশুটির নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। সংবাদটি পড়া হয়েছে ২০৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত