ডুমুরিয়ায় গাঙচিল সাহিত্য আসর অনুষ্ঠিত প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২ | আপডেট: ৬:১২:অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২২ ডুমুরিয়ায় গাঙচিল সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্য রাখছেন গাঙচিল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি শাহী সবুর। আর্ন্তজাতিক সংগঠন গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ডুমুরিয়া উপজেলার শাহপুর শাখার উদ্যোগে আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় গাঙচিল শাহপুর শাখার কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক এস এম নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গাঙচিল ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক কবি শাহী সবুর। সম্মানিত অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কবি ও সাহিত্যিক অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি ছিলেন কবি ডা. দেবপ্রসাদ ঢালী, আব্দুর রব আকুঞ্জী। গাঙচিল শাহপুর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গাঙচিল প্রতিষ্ঠাতা ও বাচসাস নেতা খান আখতার, হোসেন, আশরাফুল আলম খান, শিল্পী মাহাবুবুর রহমান, উজ্জ্বল মল্লিক, লিপিকা প্রমূখ। সংবাদটি পড়া হয়েছে ১২৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত