ডুমুরিয়ায় খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলন: ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২ | আপডেট: ৮:৫৯:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২ ডুমুরিয়ার আমুড়বুনিয়া এলাকার দোয়ানিয়া খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে প্রভাষ বৈদ্য নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য ও বালু উত্তোলনের মেশিন (বেড) জব্দ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এর নেত্বত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের আমড়বুনিয়া গ্রামের প্রভাষ বৈদ্য ওই এলাকার সরকারি দোয়ানিয়া খাল হতে মেশিন দিয়ে অবৈধ ভাবে বাবু উত্তোলন করে এলাকায় নির্মাণাধীন একটি রাস্তার ঠিকাদারের কাছে বিক্রি করে আসছিলো। খবর পেয়ে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনকারী প্রভাষ বৈদ্যকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন। সংবাদটি পড়া হয়েছে ২৩২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়ার এক ব্যক্তির মৃত্যু ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত