ট্রাকের চাকায় পিষ্ট পাটকেলঘাটা ডিবিবিএল ফাস্ট ট্রাক ম্যানেজার প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ | আপডেট: ৪:২৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০ পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডাচ্ বাংলা ব্যাংক পাটকেলঘাটা এডিসি ম্যানেজার(ফাস্ট ট্রাক) সামসুর রহমান সানা(৪০)’র করুণ মৃত্যু হয়েছে। সোমবার(১৭ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নগরঘাটা বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দূর্ঘটনাটি ঘটে। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের শহীদুল্যাহ সানার পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সামসুর রহমান সানা পাটকেলঘাটা অফিস শেষে মটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে রাস্তায় পিচ্ছিল থাকায় সে মটরসাইকেল সহ সড়কের উপর পড়ে যায়। অপরদিক থেকে আসা দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স ট্রাকের চাকায় পিষ্ট সংবাদটি ৭৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত