জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদকাসক্তদের ডাটাবেইজ তৈরির উদ্যোগ প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ | আপডেট: ১১:০৪:অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেনসহ উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলার সকল দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কোন ক্রমেই মুজিববর্ষে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে ব্যাপারে জেলা প্রশাসক সবাইকে সতর্ক করেন। একই সাথে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে মাদকাসক্তদের ডাটাবেইজ তৈরির বিষয়ে আলোচনা হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স মাদকাসক্তদের ডাটাবেইজ সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক