চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে জতীয় কন্যা শিশু দিবস উদযাপন প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৬:১৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে জতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ে হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান এর সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মৌসুমি আক্তার, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ডা. হাসানুর বারী, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রওশন জামান টুটুল, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম সায়ফুল আলম প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে খালিয়া এইচ.এম দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। সংবাদটি ৪২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য