গাজীপুর থেকে আসা ট্রাকসহ ৬০ শ্রমিককে পাটকেলঘাটা থেকে আটক প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ | আপডেট: ২:৩৮:অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০ মোঃ সাইদুজ্জামান শুভ: সম্প্রতি করোনা ভাইরাসের করণে ঢাকা গাজীপুর থেকে একদল শ্রমিক (৬০ জন) এক ট্রাকে করে ঢাকা থেকে আশাশুনির বড়দল যাওয়ার পথে সেনাবাহিনী সহ মোবাইল কোর্টে থাকা অবস্থায় সোমবার(১৩ এপ্রিল) পাটকেলঘাটা বাজারে আটক করেন তালা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম । জেলা ম্যাজিস্ট্রেট প্রশাসক এসএম মোস্তফা কামাল মহাদ্বয়ের নির্দেশনা মতে পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পৌঁছে দেয়া হয়েছে জানা যায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, সেখানে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করা হবে। আটককৃত শ্রমিকদেরকে পুলিশ হেফাজতে শ্যামনগর ও আশাশুনিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন পাটকেলঘাটায় নারকেল গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু