খেদাপাড়া ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ | আপডেট: ৬:০৩:অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ উত্তম চক্রবর্তী, মণিরামপুর(যশোর): করোনা ভাইরাসের কারণে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদে ২শত হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি বরাদ্দকৃত অনুদান চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ইউনিয়নের ২শত হতদরিদ্র পরিবার, কর্মহীন শ্রমিক, দিনমজুর, ও দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, সরকারি বরাদ্দকৃত নগত ৫০ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপির দেওয়া ৫০ টাকা প্রত্যেকের মাঝে বিতরণ করা হয়েছে। এসময় খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আব্দুল হক, ট্যাগ অফিসার গোলাম মোস্তফা ও ইউপি সচিব মৃনান কান্তি সাহা উপস্থিত ছিলেন ৷ সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য