কালিগঞ্জে পারুলগাছাই ৪দলীয় ফুটবল টুর্নামেন্টে কামটা মিতালী সংঘ চ্যাম্পিয়ন প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ | আপডেট: ৯:৪১:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০ কালিগঞ্জ উপজেলার পারুল গাছা প্রগতি সংঘের আয়োজনে চারদলীয় লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেবহাটা উপজেলার কামটা মিতালী সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ৩০ অক্টোবর শুক্রবার বিকাল চারটায় পারুল গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শ্যামনগর ফুটবল একাডেমি বনাম দেবহাটা কামটা মিতালী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আক্রমণ পাল্টা আক্রমণ টানটান উত্তেজনা মধ্যকার খেলায় প্রথম অর্ধে় কামটা মিতালী সংঘ ১ গোল ও খেলার দ্বিতীয়ার্ধে শ্যামনগর ফুটবল একাডেমি গোল করে উভয় দল নির্ধারিত সময়ে সমতা থাকলে খেলাটি ট্রাইবেকারে গাজিরহাট কামটা মিতালী সংঘ ৫ গোল করে এবং শ্যামনগর ফুটবল একাডেমি চার গোল করে অবশেষে দেবহাটা উপজেলার কামটা মিতালী সংঘ লক্ষ টাকার ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হয়। খেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন খেলাটি রেফারি হিসেবে পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু, সহকারি ছিলেন মমিনুর রহমান সাজ্জাদুর রহমান শাহীন সুকুমার দাস বাচ্চু খেলায় প্রচুর দর্শক সমাগম হয়েছিল। সংবাদটি পড়া হয়েছে ৩২২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটা ওসি পুত্র ঋষিকেশ রবি দাবা খেলায় জেলা চ্যাম্পিয়ান সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা প্রদান