কলারোয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ থেকে বের হওয়া র্যালিটি পৌর সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, সমবায় কর্মকর্তা নওশের আলী, সহকারী শিক্ষা অফিসার শোভা রায় প্রমুখ।
সুন্দরবনটাইমস.কম/ডেক্স