কলারোয়ায় ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০ | আপডেট: ১১:০১:অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়ায় পৃথক অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ী ও ৭জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পৌরসভাধীন গরুর হাট মোড় এলাকায় স্থানে জনৈক ডাবলু এর পানের দোকানের সামনে থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ আসামি রামভদ্রপুর গ্রামের রমজান গাজীর পুত্র সোহাগ হোসেন (২৪) ও মৃত সাদেক আলীর পুত্র হাসান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। এদিকে, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৭জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের রবিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে বলে ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক কলারোয়ার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব