কলারোয়ায় অগ্নিকান্ডে ৩টি দোকানসহ ১টি বাড়ি’র ব্যাপক ক্ষয়ক্ষতি প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ | আপডেট: ১০:৩৭:অপরাহ্ণ, মার্চ ২, ২০২১ সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদে অগ্নিকান্ডে ৩টি দোকানসহ একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: ওবায়দুল্লাহ জানান, রাত তিনটার দিকে স্থানীয়দের মাধ্যমে ও ট্রিপল নাইনের ফোন পেয়ে তাৎক্ষণিক জালালাবাদে গিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে জালালাবাদের নজরুলের বাড়ি সংলগ্ন শ্যামলের সেলুন, কুদ্দুসের ফলের দোকান পুরোভাগ ও একটি চায়ের দোকানের অর্ধেকের বেশী পুড়ে যায়। প্রাথমিক ভাবে তদন্ত করে এবং স্থানীয়দের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে বিদ্যুতের কোন সংযোগথেকে ওভার হিট হয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। এঘটনায় কোন আহত নিহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয় সাইদ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে কেউ আগুন লাগিয়ে থাকতে পারে। এসজি/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ৪২৬ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক কলারোয়ার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব