কলারোয়ার পানিকাউরিয়া হাইস্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে ফরিদ প্যানেল জয়ী প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ | আপডেট: ১০:৩১:অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৫টি পদের ৪ টিতে বিজয়ী হয়েছে লাল্টু সমর্থিত ফরিদ প্যানেল। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু সমর্থিত ফরিদুজ্জামান খান ফরিদ প্যানেলের আবুল কালাম আজাদ ১৬৩ ভোট পেয়ে ১ম, জাহাঙ্গীর আলম ১৫৮ ভোট পেয়ে ২য়, জাহাঙ্গীর হোসেন ১৫৭ ভোট পেয়ে ৩য় এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে রুমি খাতুন ১৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দিকে, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসলাম প্যানেলের ৪জন পুরুষ ও ১ জন সংরক্ষিত মহিলা প্রার্থীর মধ্যে একমাত্র নূর ইসলাম খাঁন ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এদিকে দুই প্যানেলের দুই জন দাতা সদস্যের মধ্যে লটারী করে ইউপি চেয়ারম্যান আসলাম প্যানেলের আসলামুল আলম আসলাম দাতা সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহন। এখানে ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৮৮ জন হলেও ভোটার আছে মোট ৩৩৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩০৯ জন অভিভাবক। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সার্বক্ষনিক তদারকিতে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কলারোয়া থানা পুলিশের এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক কলারোয়ার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব