অপশক্তিকে পরজিত করে সামনে এগিয়ে যাওয়ার আহবান সাতক্ষীরা জেলা প্রশাসকের প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ | আপডেট: ৭:১১:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে মুজিব বর্ষে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভার শুরুতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহিদ, ২ লাখ সম্ভ্রমহারা মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরে তিনি মুজিববর্ষ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা জানতে চান। এ সময় শিক্ষার্থীরা আশা প্রকাশ করে বলে, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, শিশুশ্রম, ভিক্ষুক ও সাইবার ক্রাইমমুক্ত এবং সুখী সমৃদ্ধ। যেখানে থাকবে না সাম্প্রদায়িকতা, থাকবে না কোন বেকারত্ব, সড়ক দুর্ঘটনায় হারাবে না প্রাণ। মুক্তচিন্তা, মুক্তবুদ্ধির বিকাশ ঘটবে, বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গডড়ে উঠবে। প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার ও আইনের শাসন। পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন হবে, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। রক্ষা পাবে প্রাকৃতিক পরিবেশ, গড়ে উঠবে সুখী, সমৃদ্ধ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল শিক্ষার্থীদের উন্নত মানসিকতা তৈরি ও বড় স্বপ্ন দেখার পরামর্শ দিয়ে বলেন, যে বড় স্বপ্ন দেখতে পারে সে পরিশ্রম করতে পারে। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল তিনি বাংলাদেশ স্বাধীন করবেন, এজন্য তিনি দিনের পর দিন জেলখানায় কষ্ট করেছেন। জেলা প্রশাসক ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণের আহবান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শক্তিশালী পাকিস্তানি জান্তার হাত থেকে এ দেশের স্বাধীনতা এনে দিতে পেরেছেন শুধুমাত্র দেশপ্রেমের কারণে। তাই আমাদেরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। শিক্ষা, সাহিত্য চর্চা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল অপশক্তিকে পরজিত করে সামনে এগিয়ে যেতে হবে। সভায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল ও কলেজের মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক শফিকুর রহমান পরাগসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার আপনার মতামত লিখুন : আরও পড়ুন সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই: তালায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী তমা কাকডাঙ্গা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক