হঠাৎ পাসপোর্ট অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ | আপডেট: ৮:০৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে গ্রাহকরা সঠিক সময়ে পাসপোর্ট ডেলিভারি না পাওয়ার বিষয় ব্যাখ্যা করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। রোববার(২ ফেব্রুয়ারি) সকালে আকস্মিকভাবে পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক গ্রাহকদের সাথে কথা বলেন এবং গ্রাহকরা সময় মতো পাসপোর্ট ডেলিভারি না পাওয়ার কারণ সহকারী পরিচালকের কাছে জানতে চান। সহকারী পরিচালক প্রতি উত্তরে জানান ৪ থেকে ৫ মাস ধরে সময়মতো পাসপোর্ট প্রিন্ট হয়ে না আসায় গ্রাহকদের পাসপোর্ট পেতে দেরি হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত হয়ে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে এই বিষয়ের আলোকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরসাতক্ষীরা পাসপোর্ট অফিস সংবাদটি ৩৫৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন