সাতক্ষীরায় বসত ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর মালিপাড়া এলাকায় বসত ঘরের ভিতর থেকে সালাউদ্দীন নামে (২০) এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সালাউদ্দীন একই এলাকার বাবু সরদারের ছেলে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে ঘরের ভিতর সালাউদ্দীনের গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দীনের মরদেহ উদ্ধার করেছে। পুলিশ এসময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করে।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক শামস্ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, খবর পেয়ে পুলিশ নিহত সালাউদ্দীনের মরদেহ উদ্ধার করেছে। তাকে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। কে বা কারা হত্যাকান্ডে জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খুজে বের করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। তদন্তশেষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসজি/ডেক্স