সাতক্ষীরায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট বাই সাইকেল চালক প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯ | আপডেট: ৪:৪৭:অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাই সাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে নিউ মার্কেটের পাশে তেলপাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হলেন,সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা গ্রামের রজব আলী সরদারের ছেলে আনছার আলী সরদার(৬৫)। এঘটনায় ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আনছার আলী নিউ মার্কেট এলাকার দিকে বাই সাইকেলে যাচ্ছিল। পিছন থেকে তেলবাহি ট্রাক তাকে ধাক্কা দিলে সামনে সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনা সংবাদটি ৪০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন