সাতক্ষীরায় ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ: সাংবাদিক ফিরোজ জোয়ার্দার নিহত

রোগী দেখে বাড়ি ফিরার সময় সাতক্ষীরার সদর উপজেলার ছয়ঘরিয়ায় ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক ফিরোজ জোয়ার্দার নিহত হয়েছে। তিনি দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি কর্মরত ছিলেন। এবং কলারোয়া সদরের গদখালী গ্রামের আক্তার হোসেন জোয়ার্দারের ছেলে।

আজ শুক্রবার (১৯ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আসাদুজ্জান বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১ টার দিকে সাতক্ষীরার সিবি হাসপাতল থেকে রোগী দেখে বাড়ি ফিরার সময় সদর উপজেলা ছয়ঘরিয়া এলাকায় ট্রলি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে স্থানীয়রা সাংবাদিক ফিরোজ জোয়ার্দারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আসাদুজ্জান আরও জানান, নিহত ফিরোজ জোয়ার্দারের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে রাখা হয়েছে।
এসজি/ডেক্স