সাতক্ষীরায় আরো একজন করোনা শনাক্ত: জেলায় মোট আক্রান্ত ৪৬ প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, জুন ২, ২০২০ | আপডেট: ১২:৪২:অপরাহ্ণ, জুন ২, ২০২০ সাতক্ষীরায় আরো একজন করোনা শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এ রিপোর্ট জানানো হয়। এ নিয়ে জেলায় আজ পযন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৬ জন। মঙ্গলবার (০২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত । তিনি আরোও জানান,করোনা আক্রান্তের নাম সোহাগ হোসেন (২৮)। তিনি সদর উপজেলার লাবসা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, সোমবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা রিপোর্টে সোহাগের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি জানা যায়। তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ সন্ধ্যায় তার বাড়ি লক ডাউন করেছে । করোনা আক্রান্তকরোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৯৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন