সাতক্ষীরায় দুই বাংলার শিল্পীদের নিয়ে আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব

মহত্ব প্রকাশ পায় তার উৎসবের মাধ্যমে” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় দুই বাংলার শিল্পীদের নিয়ে দু’দিনব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব-১৪২১ এর উদ্বোধন করা হয়েছে।

বিশ্বমৈত্রী সাংস্কৃতিক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আয়োজনে মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পর্কে অনুষ্ঠিত উক্ত সাংস্কৃতিক উৎসবের উদ্বোনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ। উক্ত সাংস্কৃতিক উৎসবে এ সময় ভারতের ৫২ জন সংগীত, নাটক, বাচিক ও নৃত্য শিল্পীসহ বাংলাদেশের শতাধিক শিল্পীরা অংশ নেন।
সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নাসরিন খান লিপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভারতের স্বাতী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার প্রমুখ।
এসজি/ডেক্স