পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট মশারী ব্যবসায়ী

ডেক্স রিপোর্ট:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা মজুমদার পেট্রোল পাম্প থেকে মটর সাইকেলে পেট্রোল নিয়ে রাস্তায় উঠলে ঢাকাগামী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার(১৬ অক্টোবর) রাত্র সাড়ে ৯ ঘটিকার সময়। সে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের রমজান আলীর পুত্র আব্দুর রাজ্জাক(৬০)। তিনি একজন মশারী ব্যবসায়ী।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হাইওয়ে পুলিশ পরিবহনটি আটকের চেষ্টা করছে বলে তিনি আরও জানান।
সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা