পাটকেলঘাটা রিপোটার্স ক্লাব সভাপতি মাসুদ রানাকে হত্যার হুমকি, থানায় জিডি প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ | আপডেট: ৬:০৮:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ পাটকেলঘাটা রিপোটার্স ক্লাব সভাপতি মাসুদ রানা। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা রিপোটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মাসুদ রানাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে তিনি নিরাপত্তা ও আইনানুগ ব্যবস্থার জন্য পাটকেলঘাটা থানায় সাধারন ডায়েরী(নং- ৬২০, তারিখ: ১৬/১০/২০২০) করা হয়েছে। (জিডি কপি দেখতে ক্লিক করুন) ডায়েরী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার পাটকেলঘাটা প্রতিনিধি, পাটকেলঘাটা রিপোটার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানাকে তার ব্যবহৃত ০১৭১৮১৪৮৪১৬ মোবাইল নাম্বারে অজ্ঞাতনামা ০১৯১০৫৮৭০৪৭ নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়। তাছাড়া তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজও করে উক্ত নাম্বার থেকে ফোন করে। এ ঘটনায় হুমকীদাতাকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন সাংবাদিক সমাজ ও পাটকেলঘাটা রিপোটার্স ক্লাবের সকল নেতৃবৃন্দ। সংবাদটি ১৪৭০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত পাটকেলঘাটা আল-আমিন ফাযিল মাদ্রাসার ৪০বছর পূর্তি পুনর্মিলনী