দুধে গ্লুকোজ মেশানোর দায়ে ৫০হাজার টাকা জরিমানা, ৬০কেজি দুধ জব্দ প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ | আপডেট: ১০:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ সাতক্ষীরার তালায় দুধে গ্লুকোজ মেশানোর দায়ে সুকান্ত ঘোষ নামের এক ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও ষাট কেজি দুধ জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর উপজেলার জাতপুর বাজার অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল তাকে এ জরিমানা করেন। তালা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শরীফ মোহাম্মদ আব্দুল মতিন জানান, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমার ঘোষের ছেলে সুকুমার ঘোষ স্ক্যান করে দুধ বিক্রির জন্য খুলনায় নিয়ে যান যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকারীর একটি দল তালায় জাতপুরে বাজারে এলাকায় থেকে তাকে দুধসহ আটক করেন। এরপর ক্যানর দুধ পরীক্ষা করে ২টি ক্যানের ৬০ কেজি দুধ গ্লুকোজ মেশানোর প্রমাণ পাওয়া যায। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত তালা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শরীফ মোহাম্মদ আব্দুল মতিন সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জিএম ইশতিয়াক জামিল প্রমুখ । এসজি/ডেক্স সংবাদটি ৮৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত