তালার জালালপুরে বাল্য বিবাহ রোধে সভা অনুষ্ঠিত

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির অংশগ্রহনে বাল্য বিবাহ রোধকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক সভা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে, বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার শিক্ষা প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. এফিদুল হক লিটু। প্রধান অতিথি অহিসেবে উপস্থিত ছিলেন, দলিত’র প্রকল্প ব্যবস্থাপক মিসেস ধরা দেবী দাশ। দলিত’র প্রকল্প সমন্বয়কারী নেপাল দাশ’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য কালী দাস অধিকারী, আনারুল ইসলাম, মোস্তফা শেখ, আশরাফুল আলম, মনিরুজ্জামান, আবেদা বেগম, শিক্ষক শ্যামল কুমার ঘোষ, অরুন কুমার দাশ, সমাজ সেবক কে. এম. হেলাল উদ্দীন ও পূর্নীমা দাশ প্রমুখ বক্তৃতা করেন। সভায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং বাল্য বিবাহ’র কূফল সম্পর্কে আলোচনা করা হয়।