তালা উপজেলায় সরকারি খাল দখলমুক্ত করলেন নির্বাহী ম্যাজেস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম

মোঃ সাইদুজ্জামান শুভ:
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা জালালপুর ইউনিয়নে গজ্ঞমাতা খালের সুইচ গেট এলাকা থেকে শুরু করে প্রায় ১০ কিলোমিটার খালে নেট পাটা অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খন্দকার রবিউল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা জালালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মফিজুল অলম লিঠু, জালালপুর ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড পলাশ ঘোষ, জালালপুর ও খেশরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জত্রিনদ্রোনাথ সরকার, এম এল এস কামরুল ইসলাম, স্থানীয় সার্ভিয়ার আব্দুল হামিদ গোলদার সহ অনেকে। গ্রামবাসীর সহযোগিতায় এ খাল দখলমুক্ত করা হয়।
তালা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) খন্দকার রবিউল ইসলাম বলেন, এ অভিযানের পরে যদি কেহ আবার সরকারি খালে নেট পাটা দিয়ে দখন করার চেষ্টা করে তবে তাদেরকে সরাসরি গ্রেপ্তার করা হবে। গ্রামবাসীর সহযোগিতায় এ অভিযান সফল করা হয়।
সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিনধি/
