ডুমুরিয়ায় এতিমের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, দুই বোনকে পিটিয়ে জখম

ডুমুরিয়া উপজেলার আঁঠারমাইলে এতিম দুই বোনের জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কিন্তু থানা পুলিশ বিষয়টি নিষ্পত্তির আগেই পুলিশের বন্ধ করা কাজ পূর্ণরায় করা শুরু করে বিবাদীরা। একারণে দুই বোন ঘটনাস্থলে গিয়ে পুলিশের নির্দেশ অমান্য করে আবারও কাজ শুরু করার কারণ জানতে চাইলে তাদেরকে পিটিয়ে জখম করা হয়।

ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত ওমর আলী খার কন্যা জাহানারা বেগম(৩৫)জানায়, গত ১সপ্তাহ আগে কাঞ্চনপুর মৌজায় তাদের পৈত্রিক সম্পত্তি শাবান আলী খার পুত্র আপন চাচাতো তবিবুর রহমান ও হাবিবুর রহমান জোরপূর্বক বাড়ির সীমানা নির্ধারণের জন্য পাচুলি দিতে থাকে। এঘটনায় তিনি ও তার বোন রওশন আরা বেগম(৩০) তাদের পৈত্রিক সম্পত্তিতে কাজ করার কারণ জানতে চাইলে তাদেরকে জোরপূর্বক ঘটনাস্থল থেকে বের করে দেয়া হয়। এসময় তিনি ও তার বোন কোন ধরণের সংঘর্ষে না গিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বরাবর একটি লিখিত অভিযোগ করেন। কিন্তু বিষয়টি নিয়ে থানা পুলিশ একটি সুষ্টু সমাধানের আগেই পুলিশের নির্দেশ অমান্য করে (১৬জুন) বুধবার সকাল ১০টার দিকে আবারও কাজ শুরু করে তারা। এ সংবাদে দুই বোন ঘটনাস্থলে গিয়ে কাজ করতে নিষেধ করায় আপন চাচা শাবান আলী খার পুত্র চাচাতো ভাই হাবিবুর রহমান, বোন শারমিন খাতুন, চাচাতো বড় ভাই তবিবুর রহমানের স্ত্রী মুন্নি বেগম, চাচী নুরজাহান বেগম ও চাচা শাবান খা তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। জাহানারা বেগম আরও বলেন, চাচাতো বড় ভাই ও সেনা বাহিনীর সদস্য তবিবুর রহমানের নির্দেশে তাদের উপর হামলা চালানো হয়েছে। এব্যাপারে হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এরির্পোট লেখা পর্যন্ত আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানায় জাহানারা বেগম।