কলারোয়ায় কেরালকাতা ইউপিতে সরদার মোর্শেদ ২য় বারের মত চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ | আপডেট: ১২:২৯:পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়েছে। মঙ্গলবার(২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোগ গ্রহণ চলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস
নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সরদার মোর্শেদ নৌকা প্রতীকে ৬ হাজার ৯০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী আব্দুর রউফ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭৬৫ ভোট। 
 
নাকিলা স্কুল কেন্দ্র নৌকা প্রতীক ৯৩১, মটর সাইকেল ৫৫২, বলিয়ানপুর স্কুল কেন্দ্র নৌকা প্রতীক ৮৪২, মটর সাইকেল ৭৮৯, কাজীরহাট কলেজ কেন্দ্র নৌকা প্রতীক ৮১৩, মটর সাইকেল ৭৭৫, রতনপুর স্কুল কেন্দ্র নৌকা প্রতীক ৮১২, মটর সাইকেল ৭০৫, কোটা স্কুল কেন্দ্র নৌকা প্রতীক ৬৩৩, মটর সাইকেল ৬২৩, সিংঙ্গা স্কুল কেন্দ্র নৌকা প্রতীক ৮৮, মটর সাইকেল ৫৮২, সাতপোতা স্কুল নৌকা প্রতীক ৬৮০, মটর সাইকেল ৯৪৮, ইলিশপুর স্কুল নৌকা প্রতীক ৩৩৯, মটর সাইকেল ৩৪০, ইউনিয়ন পরিষদ নৌকা প্রতীক ৯৬৭, মটর সাইকেল ৪৫১।
 
সরদার মোর্শেদ ১১৩৫ ভোটের ব্যবধানে ২য় বারের মত বে-সরকারীভাবে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন।

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স